আন্তর্জাতিক ডেস্ক: ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়ান ফ্লাইট ‘এমএইচ ৩৭০’ রাডার থেকে হারিয়ে যায়। প্রায় ৩ বছর ধরে ২৩৯ জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া বিমানটির
Sunday, 30 April 2017
Saturday, 29 April 2017
পৃথিবীর সব নারীকে হিজাব পরার আহ্বান জানালেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট
পৃথিবীর সব নারীকে হিজাব পরার আহ্বান জানালেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট
একজন নারী কিভাবে নিজেকে সজ্জিত করবে তা কেবল ওই নারীরই ব্যপার। আর এ ব্যপারে হস্তক্ষেপ করা মোটেও উচিৎ নয় বলে মনে করেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভেন ডার ব্যালেন। তিনি মুসলিম নারীদের হিজাব পড়াকে একান্তই নিজস্ব বলেন। এও বলেন, এখানে নাক গলাবার অধিকার
ফেনীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে যুবলীগ কর্মী আনিচের জিহ্বা কর্তন
ফেনীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে যুবলীগ কর্মী আনিচের জিহ্বা কর্তন
ফেনী জেলার দাগনভূঞা থানার জয়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামে জোরপূর্বক গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় যুবলীগ কর্মী আনিচের জিহ্বা কর্তন।
দাগনভূঞায়ায় জোর করে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে আনিছ (২৬) নামে এক বখাটে যুবলীগ কর্মীর জিহ্বা কর্তনের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্বরামচন্দ্রপুর গ্রামের আমিন উদ্দিন মুন্সি বাড়ীতে এই ঘটনা ঘটে। ঘটনার পর দাগনভূঞা থানার পুলিশ আনিসকে পলাতক অবস্থায় গ্রেফতার করেছে। আনিস একই এলাকার আইন উদ্দিন ভূঞা প্রকাশ চোকিদার বাড়ী প্রকাশ আইন উদ্দিন মুহুরীবাড়ীর মো: ইদ্রিসের বখাটে ছেলে ও স্থানীয় যুবলীগের স্বক্রিয় একজন কর্মি।
জানাগেছে, ওই গৃহবধুকে প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে ও মাদকাশক্ত সন্ত্রাসী আনিস। ওই দিন রাত আনুমানিক দেটটার দিকে গৃহবধুর স্বামীর অনুপস্থিতিতে আনিস ঘরের জানালা খুলে ঘরে ঢুকে মহিলাকে জোর করে ধর্ষনের চেষ্ঠা করে। এসময় আনিসের সাথে শারিরীক শক্তিতে পেরে না উঠে মহিলা কৌশলে আনিসের জিহ্বা কামড়িয়ে কেটে নেয়। এর পর আনিস জিহ্বার টুকরোটি রেখে কোনো রকমে পালিয়ে যায়। পরেরদিন সকালে এলাকাবাসী ঘটনা জানতে পেরে ইউনিয়ন পরিষদে গেলে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে আনিসকে আটক করে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো; আসলাম উদ্দিন ঘটনানার সত্যতা স্বীকার করে জানান, আনিসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষ এলাকাবাসীরা জানান, আনিস স্থানীয় যুবলীগের কর্মী। সে একজন চিন্হিত সন্ত্রাসী প্রতিনিয়ত তার কাছে অত্যাধুনিক অস্র থাকে । এছাড়াও সে ইয়াবা সহ দেশী বিদেশী মাদকদ্রব্যের স্থানীয় এজেন্ট। আনিচ ও তার গ্যাং ছিনতাই, পথচারী নারীদেরকে উক্তাক্তকরা, ডাকাতি, চাঁদাবাজী সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত। ক্ষমতাশীন দলের কর্মি হওয়ায় তার বিরুদ্ধে কেউ মামলা করার সাহসিকতা দেখায় না।
Copy
সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী ৭টি মুসলিম দেশ
সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী ৭টি মুসলিম দেশ
বর্তমান উত্তপ্ত বিশ্বে সামরিক শক্তি বৃদ্বির বিকল্প নাই। ধনী কিংবা দরিদ্র সকলের জন্য কথাটি প্রযোজ্য। আর্থিক ও সামরিক দূর্বল দেশগুলো সব সময় শকুনের দৃষ্টির মধ্যে থাকে। সূযোগ পেলে ছোঁ মেরে সর্বনাশ ঘটাবে । ইরাক – ইরান আত্নঘাতী যুদ্বের পর মুসলিম শাসকদের টনক নড়ে । কারা এ যুদ্বের ইন্ধন যুগিয়েছিল সেটা কারো অজানা নয় । অবশ্য সে যুদ্বে সাদ্দাম হোসেনকে সিআইএ প্রলুব্দ করেছিল এবং শেষতক সিআইএ সাদ্দাম হোসেনকে ফাঁসির দড়িতে ঝুলাতে কার্পন্য করেনি । সাদ্দামের পতনের পর সিরিজ আকারে বেশ কয়েকটি মুসলিম দেশ আগ্রাসনের শিকার হয়। অর্থাৎ অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেশ কয়েকটি মুসলিম দেশ প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করে তুলছে। সামরিক শক্তি বলতে
Friday, 28 April 2017
Thursday, 27 April 2017
আশ্চর্য এক নদী: ডুব দিলেই কঙ্কাল!
আশ্চর্য এক নদী: ডুব দিলেই কঙ্কাল!
Copy by Md Abdur Rob
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আশ্চর্য এক নদীর সন্ধান পাওয়া গেছে। যে নদীতে ডুব দিলেই একেবারে মাংসছাড়া কঙ্কাল হয়ে উঠতে হবে! এও কি সম্ভব?
আমরা কখনও এমনটি ভাবতেও পারবো না যে, এমন একটি নদী যেখানে গোসল করতে নামলে একেবারে কঙ্কাল হয়ে উঠতে হয়! এমনই এক নদী যে নদীতে ডুব দিলেন
‘তিন-চারটি বোমা দিয়ে পুরো পৃথিবীই ধ্বংস করা সম্ভব’
‘তিন-চারটি বোমা দিয়ে পুরো পৃথিবীই ধ্বংস করা সম্ভব’
আন্তর্জাতিক আপডেট ডেস্ক: মাত্র তিন-চারটি পারমাণবিক বোমাতেই পৃথিবী ধ্বংস করতে পারে উত্তর কোরিয়া। নিজেকে উত্তর কোরিয়ার একজন মুখপাত্র দাবি করে আলেজান্দ্রো কাও ডে বেনোস নামের এক ব্যক্তি এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। খবর ইন্ডিপেনডেন্টের।
ডে বেনোস বলেন, ‘কেউ উত্তর কোরিয়াকে স্পর্শও করতে পারবে না। যদি কেউ সেটা করার চেষ্টা করে তবে দেশের লোকজন বন্দুক এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তা প্রতিহত করবে।’
আর্জেন্টিনার ওয়েবসাইট ইনফোবেকে দেয়া এক সাক্ষাৎকারে ডে বেনোস বলেন, ‘উত্তর কোরিয়া ইতোমধ্যেই তাদের পারমাণবিক এবং হাইড্রোজেন বোমাজাতীয় অস্ত্র প্রস্তুত রেখেছে। আমাদের কাছে হাইড্রোজেন বোমাও রয়েছে। ’
তিনি আরো বলেন, উত্তর কোরিয়ায় সব সিদ্ধান্ত নেন কিম জং উন। তিনি ছাড়া আর কারও সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকার নেই। উত্তর কোরিয়ার বন্দি শিবিরে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিল হিউমেন ওয়াচ রাইটস। সংস্থাটি জানিয়েছে, এসব বন্দি শিবিরে জোর করে মানুষকে কাজ করতে বাধ্য করা হয়। সেখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক। লোকজনকে জীবনের হুমকির মধ্যেই কাজ করতে হয়।
কিন্তু এসব বন্দি শিবির সম্পর্কে ডে বেনোস বলেন, ‘আমরা বিশ্বাস করি এটা শাস্তি নয় বরং পুনর্বাসন। এগুলো অনেকটা মানসিক থেরাপির মতো।’
তিনি বলেন, ‘হয়তো যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়ার চেয়ে অনেক বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু এটা পরিমাণের প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে বিস্ফোরণের ক্ষমতা নিয়ে। একটি হাইড্রোজেন বোমা একটি পারমাণবিক বোমার চেয়ে একশ গুণ বেশি শক্তিশালী। ’
এ ধরনের তিন-চারটি বোমা দিয়ে পুরো পৃথিবীই ধ্বংস করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার বার বার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কোরীয় দ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ধরনের মন্তব্য করলেন ডে বেনোস।
হাইড্রোজেন বোমা বিপজ্জনক হওয়ার কারণ
উত্তর কোরিয়া যখন হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার দাবি জানায় তারপর থেকে বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় উঠেছিলো। পিয়ং ইয়ংয়ের এ ধরনের কাজকে জাপানের নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
গেলো বছরের ডিসেম্বরে পরমাণু বোমা সমৃদ্ধ দেশটির নেতা কিম জং উন হাইড্রোজেন বোমা তৈরির কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছিলো। এর আগে আরো তিনবার পরমাণু বোমার পরীক্ষা চালায় পিয়ং ইয়ং।
হাইড্রোজেন বোমা কেন পরমাণু বোমার চেয়ে বিপজ্জনক সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু বোমার চেয়ে হাইড্রোজেন বোমা বেশি শক্তিশালী।
লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে নিক্ষেপের পর এই বোমা থেকে পরমাণু বোমার চেয়ে কয়েক মাত্রার বেশি শক্তি ছড়িয়ে পড়ে। একটি বিস্ফোরণে পুরো শহর নিমিষেই ধ্বংস করে দিতে পারে এই বোমা।
বিধ্বংসী এই বোমা অত্যন্ত ক্ষুদ্র আকারে তৈরি করা যায়। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের ভেতরে এটি অনায়াসেই লুকিয়ে রাখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের আগস্টে হিরোশিমা ও নাগাশাকিতে সর্বশেষ পরমাণু বোমা ব্যবহার করা হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্বের কোথাও কোনো যুদ্ধে হাইড্রোজেন বোমার ব্যবহার হয়নি।
বুধবার সকালে দেশটির পুঙ্গাই-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি এলাকায় ভূমিকম্প আঘাত হানে। পরে পরমাণু বোমার পরীক্ষা চালানো হয়েছে বলে ঘোষণা দেয় উত্তর কোরিয়া। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মানবসৃষ্ট ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পুঙ্গাই-রি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভূমিকম্প শনাক্ত হয়েছে। ১০ কিলোমিটার ভূগর্ভে এটির উৎপত্তিস্থল ছিল ।
কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতির ব্যাপারে জামায়াতের বিরোধিতার কথা কেউই প্রমাণ করতে পারবেন না
কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতির ব্যাপারে জামায়াতের বিরোধিতার কথা কেউই প্রমাণ করতে পারবেন না
Copy by Md Abdur rob
জামায়াতকে জড়িয়ে মিথ্যা রিপোর্ট প্রকাশ করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি দেয়া” সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে ভিত্তিহীন মিথ্যা রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২৬ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রিপোর্টটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব হীন রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত তথ্য পরিবেশন করা হয়েছে সেগুলোর কোন ভিত্তি নেই।
কালের কণ্ঠ পত্রিকার
Wednesday, 26 April 2017
Tuesday, 25 April 2017
ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের দৃশ্য
ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের দৃশ্য
ফাইল ছবি
সকালে ঘুম ভেঙে দেখা গেলো আকাশ মেঘলা। তারপর কর্মস্থলমুখী মানুষ বা শিক্ষাপ্রতিষ্ঠানগামী ছাত্রছাত্রীরা যখন ঘর থেকে বের হবে ঠিক সে-মুহূর্তে সকালেই যেন নেমে এলো সন্ধ্যা। রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আজ সকালের চিত্র এটি। এরপর থেকে কখনও ভারী বর্ষণ, আবার কখনও মাঝারি বা গুড়ি গুড়ি বৃষ্টি।
বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়ক ডুবে গেছে। কোথাও কোথাও হাটু বা তার চেয়ে বেশি পরিমাণ জলাবদ্ধতার কবলে পড়ে বিভিন্নস্থানে অভিমুখী মানুষ। তার ওপর আবার সড়কে দীর্ঘ যানজট। এ কারণে সপ্তাহের মাঝামাঝি
হেফাজতের সঙ্গে সমঝোতার প্রশ্নই আসে না: প্রধানমন্ত্রী
হেফাজতের সঙ্গে সমঝোতার প্রশ্নই আসে না: প্রধানমন্ত্রী
গত ১১ এপ্রিল গণভবনে তিন শতাধিক আলেমের উপস্থিতিতে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান ঘোষণা করেন প্রধানমন্ত্রী। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর নেতৃত্বে গণভবনে আলেমদের অত্যন্ত হৃদ্যতার সঙ্গে বরণ করে নেন সরকারপ্রধান।
Subscribe to:
Comments (Atom)














