Sunday 8 December 2019

মসজিদুল আকসার জন্য আ-মৃত্যু লড়ে যাবো,শক্তি থাকলে রুখে দেখা, ইসরাইল সেনাদের ফিলিস্তিনি কিশোরীর হুংকার

আমি টিকটকের নাচুনে মুসলিম মেয়ে নই, আমি এক আরবি মুসলিম মেয়ে,আমি আমার মসজিদে আকসার জন্য আ-মৃত্যু লড়ে যাবো ইন শা আল্লাহ। শক্তি থাকলে রুখে দেখা,এই ভাবেই ইহুদীবাদী ইসরাইল সেনাদের ফিলিস্তিনি কিশোরীর হুংকার।

জানা যায় ঐ কিশোরী মুসলমানদের প্রথম কেমলা মসজিদুল আকসায়
কাছে আসলেই ইহুদিবাদী ইজরাইলি সেনারা থাকে বাঁধা দেয়, তখনি ঐ ছোট্ট কিশোর মেয়েটা সেনাদের মুখের সামনে গিয়ে হুংকার দিয়ে ওঠে, যা স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে,
যা এখন বিশ্বব্যপী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রসংশায় ভাসতে থাকেন ঐ কিশোরী, তবে তাত খনিক মেয়ে পরিচয় নাম ঠিকানা কিছুই জানা যায়নি।
-একজন ফিলিস্তিনী কিশোরী।

No comments:

Post a Comment