Tuesday 10 December 2019

এবার মিছিলে না যাওয়ার কুয়েট শিক্ষার্থীকে পিটিয়ে হল ছাড়া করেছে ছাত্রলীগ

এবার মিছিলে না যাওয়ার কুয়েট শিক্ষার্থীকে পিটিয়ে হল ছাড়া করেছে ছাত্রলীগ


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে মিছিলে না যাওয়ায় এক শিক্ষার্থীকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ। প্রহৃত শিক্ষার্থীর নাম আহমেদ জেবাইল মেরাজ। তিনি বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং অমর একুশে হলের আবাসিক ছাত্র। সোমবার দুপুর আড়াইটার দিকে অমর একুশে হল থেকে ব্যক্তিগত কাজে বাইরে বের হওয়ার সময় লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রেদওয়ানের

Monday 9 December 2019

সোনাইমুড়ী গৃহবধুকে বিষপানে হত্যা, স্বামী পলাতক


সোনাইমুড়ী গৃহবধুকে বিষপানে হত্যা, স্বামী পলাতক


প্রতিনিধিঃ

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে শিরিন আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মহিন উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে মহিন পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা দ্বীন মোহাম্মদ বাদী হয়ে সোনাইমুড়ী থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করে।

মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর পূর্বে মহিনের সাথে শিরিনের দ্বিতীয় বিয়ে হয়। মহিনের বাবা-মা বিয়ে মেনে না নেয়ায় শিরিন বিয়ের পর থেকে তার বাবার বাড়িতে থাকত। গত কয়েক মাস ধরে একাধিকবার মহিনদের বাড়ি সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাড়িতে গেলে মহিনের বাবা-মা তাদের মারধর করে বের করে দিতো। এর সূত্র ধরে শুক্রবার বিকালে মহিন ও শিরিন আবার ধন্যপুর গেলে মহিনের বাবা সামছুল হকসহ পরিবারের লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেন।

নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার মহিনদের বাড়ি থেকে আসার পর রাত ৯টার দিকে মহিন ও শিরিন তাদের ঘরের ছাদে যায়। কিছুক্ষণ পর মহিন শিরিনের বাবা দ্বীন মোহাম্মদের মোবাইলে কল দিয়ে জানায় শিরিন ছাদের উপর ছটফট করে মরে যাচ্ছে। পরে তারা ছাদে গিয়ে অচেতন অবস্থায় শিরিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাদে শিরিনকে একা পেয়ে মহিন জোরপূর্বক ইদুরের বিষ শিরিনের মুখে দিয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ তাদের।

নিহতের ভাই জানায়, বিয়ের পর থেকে তার বোন শিরিন আক্তারকে স্বামী ও শশুরবাড়ীর লোকজন মানসিক ও শারিরিক নির্যাতন করতো। ঘটনার দিন স্বামী মহিন ছাদে ডেকে বিষ খাইয়ে পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শিরিনের স্বামী তার মুখে ইদুরের বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনার পর থেকে মহিন পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইয়াকুব আল মাহমুদ
০১৮৩৫৩৪৩৪৩২
Collected 

লক্ষ্মীপুরে নবম শ্রেণির ছাত্রী নিয়ে উধাও স্বামী : স্ত্রী’র আত্মহত্যা

শাহরিয়ার কামাল লক্ষ্মীপুর ( রায়পুর থেকে ফিরে) :লক্ষ্মীপুরে আসমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।পরিবারের দাবি, ফেসবুক সতিনের ছবি দেখে আসমা সহ্য করতে পারেনি। এ কারণেই সে আত্মহত্যা করেছে। এছাড়াও অভিযোগে উঠে যে, আসমার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন এবং তাকে শারীরিক নির্যাতনও করে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কাফিলাতলি এলাকায় বাবার বাড়ি থেকে আসমার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, দুই বছর আগে আসমার সঙ্গে রায়পুর উপজেলার সাগরদী গ্রামের আবদুল মালেকের সঙ্গে বিয়ে হয়। মালেক সাগরদী গ্রামের হুমায়ুনের ছেলে ও আসমা সদরের কাফিলাতলি এলাকার জাকির হোসেনের মেয়ে। বিয়ের কিছুদিন পরই স্বামীসহ শশুর বাড়ির লোকজন ৫ লাখ টাকা যৌতুকে দাবিতে আসমাকে মারধর করেছে বলে পরিবারের অভিযোগ। এর প্রেক্ষিতে গত শনিবার পরিবারের লোকজন শ্বশুর বাড়ি থেকে আসমাকে নিয়ে আসেন। পরে ফেসবুকের ব্যক্তিগত আইডিতে মালেক একটি মেয়ের ছবি দিয়ে দ্বিতীয় স্ত্রী দাবি করে। এটি সহ্য করতে না পেরেই আসমা আত্মহত্যা করছে বলে পরিবারের দাবি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে 
থানায় মামলার প্রস্তুতি চলছে।
Collected 

Sunday 8 December 2019

মসজিদুল আকসার জন্য আ-মৃত্যু লড়ে যাবো,শক্তি থাকলে রুখে দেখা, ইসরাইল সেনাদের ফিলিস্তিনি কিশোরীর হুংকার

আমি টিকটকের নাচুনে মুসলিম মেয়ে নই, আমি এক আরবি মুসলিম মেয়ে,আমি আমার মসজিদে আকসার জন্য আ-মৃত্যু লড়ে যাবো ইন শা আল্লাহ। শক্তি থাকলে রুখে দেখা,এই ভাবেই ইহুদীবাদী ইসরাইল সেনাদের ফিলিস্তিনি কিশোরীর হুংকার।

জানা যায় ঐ কিশোরী মুসলমানদের প্রথম কেমলা মসজিদুল আকসায়

ভাব দেখে মনে হয় মুক্তিযুদ্ধের একমাত্র ঠিকাদারিটা তাদের: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি মহল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করছে।