Tuesday 15 November 2016

সূরা আল আদিয়াত (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু)

সূরা আল আদিয়াত (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু)

নামকরণ :

প্রথম শব্দ আল আদিয়াতকে (وَالْعَادِيَاتِ) এর নান হিসেবে গণ্য করা হয়েছে।

নাযিলের সময় - কাল

এই সূরাটির মক্কী বা মাদানী হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) , জাবের (রা) , হাসান বসরী , ইকরামা ও আতা বলেন ,

Saturday 12 November 2016

সূরা আল আনকাবূত (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু)

সূরা আল আনকাবূত

(নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু)

নামকরণঃ

একচল্লিশের আয়াতের অংশবিশেষ ﴿مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا ۖ وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ ۖ لَوْ كَانُوا يَعْلَمُونَ﴾থেকে সূরাটির নামকরণ করা হয়েছে। অর্থাৎ যে সূরার মধ্যে ’আনকাবুত শব্দটি ব্যবহৃত হয়েছে, এটি সে সূরা।

নাযিল হবার সময়কালঃ

৫৬ থেকে ৬০ আয়াতের মধ্যে যে বক্তব্য এসেছে

সূরা আল আলাক (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু এবং তাফসীর )

আল আলাক
(নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু)

নামকরণ :

সূরাটির দ্বিতীয় আয়াতে উল্লেখিত আলাক (আরবী --- ) শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে।

নাযিলের সময় - কাল

এই সূরাটির দু’টি অংশ । প্রথম অংশটি (আরবী ---- ) থেকে শুরু হয়ে পঞ্চম আয়াতে (আরবী ---------) এ গিয়ে শেষ হয়েছে। আর দ্বিতীয় অংশটি (আরবী --------------------------- ) থেকে শুরু হয়ে সূরার শেষ পর্যন্ত চলেছে। প্রথম অংশটি যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর অবতীর্ণ সর্বপ্রথম অহী এ ব্যাপারে

Thursday 10 November 2016

তাফহীমুল কুরআন pdf

তাফহীমুল কুরআন pdf

সূরা আস-সফ শানে নুযূল ও দারস

সূরা আস-সফ শানে নুযূল ও দারস

ভূমিকা (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু)

নামকরণ

সূরার চতুর্থ আয়াতের إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنْيَانٌ مَّرْصُوصٌ﴾ (صَفًّا) আয়াতাংশ থেকে এর নাম গৃহীত হয়েছে । অর্থাৎ এটি সেই সূরা যাতে ‘সফ’ শব্দটি আছে ।

নাযিল হওয়ার সময়-কাল

কোন নির্ভরযোগ্য বর্ননা থেকে এর নাযিল হওয়ার সময় -কাল জানা যায় না । কিন্তু

Friday 4 November 2016

সুরা আল জুমআ(নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু)

আল জুমআ(নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু)

নামকরণ

৯ নং আয়াতের () আয়াতাংশ থেকে গ্রহণ করা হয়েছে । এ সূরার মধ্যে যদিও জুম’আর নামাযের আহকাম বা বিধি -বিধানও বর্ণিত হয়েছে, কিন্তু জুম’আ সামগ্রিকভাবে এর বিষয়বস্তুর শিরোনাম নয় । বরং অন্যান্য সূরার নামের মত এটিও এ সূরার প্রতিকী বা পরিচায়মূলক নাম ।

নাযিল হওয়ার সময়-কাল

প্রথম রুকূ’র আয়াতসমূহ ৭ হিজরীতে সম্ভবত

Tuesday 1 November 2016

সুরা আল ফীল (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু)



সুরা আল ফীল

নামকরণ :
প্রথম আয়াতের আসহাবিল ফীল ( আরবী ----------------) শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে।
নাযিলের সময় কাল
এ সূরাটির মক্কী হবার ব্যাপারে সবাই একমত। এর ঐতিহাসিক পটভূমি সামনে রাখলে মক্কা মুআযযমায় ইসলামের প্রথম যুগে এটি নাযিল হয় বলে মনে হয়।
ঐতিহাসিক পটভূমি
এর আগে সূরা বুরুজের ৪ টীকায় উল্লেখ করে এসেছি , ইয়ামনের ইহুদী শাসক

বনী ইসরাঈল (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু )

বনী ইসরাঈল

 (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তুর জন্য ক্লিক করুন)

নামকরণ:

চার নম্বর আয়াতের অংশ বিশেষ (আরবী ------------------------------------) থেকে বনী ইসরাঈল নাম গৃহীত হয়েছে । বনী ইসরাঈল এই সূরার আলোচ্য বিষয় নয় । বরং এ নামটিও কুরআনের অধিকাংশ সূরার মতো প্রতীক হিসেবেই রাখা হয়েছে ।

নাযিলের সময় কাল

প্রথম আয়াতটিই একথা ব্যক্ত করে দেয় যে,