Thursday 7 October 2021

সৌদি আরবে 50 শিশুর নাম নিষিদ্ধ - এখনই আপনার নাম পরীক্ষা করুন! 50 Baby Names Banned in Saudi Arabia

 সৌদি আরবে 50 শিশুর নাম নিষিদ্ধ - এখনই আপনার নাম পরীক্ষা করুন!


সৌদি আরবে নিষিদ্ধ নামের তালিকা , সৌদি আরব সরকার 50 টি নাম প্রকাশ করেছে যা সৌদি আরবের রাজ্যে কাউকে ডাকারজন্য ব্যবহার করা উচিত নয়। এই ৫০ টি নাম নিষিদ্ধ করার প্রধান কারণ হল এই নামগুলো সৌদি ধর্ম  সংস্কৃতির সাথেসাংঘর্ষিক। 

সৌদি আরবে 50 শিশুর নাম নিষিদ্ধ - এখনই আপনার নাম পরীক্ষা করুন 50 টি শিশুর নাম কেন সৌদি আরবে নিষিদ্ধ

Tuesday 10 December 2019

এবার মিছিলে না যাওয়ার কুয়েট শিক্ষার্থীকে পিটিয়ে হল ছাড়া করেছে ছাত্রলীগ

এবার মিছিলে না যাওয়ার কুয়েট শিক্ষার্থীকে পিটিয়ে হল ছাড়া করেছে ছাত্রলীগ


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে মিছিলে না যাওয়ায় এক শিক্ষার্থীকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ। প্রহৃত শিক্ষার্থীর নাম আহমেদ জেবাইল মেরাজ। তিনি বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং অমর একুশে হলের আবাসিক ছাত্র। সোমবার দুপুর আড়াইটার দিকে অমর একুশে হল থেকে ব্যক্তিগত কাজে বাইরে বের হওয়ার সময় লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রেদওয়ানের

Monday 9 December 2019

সোনাইমুড়ী গৃহবধুকে বিষপানে হত্যা, স্বামী পলাতক


সোনাইমুড়ী গৃহবধুকে বিষপানে হত্যা, স্বামী পলাতক


প্রতিনিধিঃ

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে শিরিন আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মহিন উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে মহিন পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা দ্বীন মোহাম্মদ বাদী হয়ে সোনাইমুড়ী থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করে।

মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর পূর্বে মহিনের সাথে শিরিনের দ্বিতীয় বিয়ে হয়। মহিনের বাবা-মা বিয়ে মেনে না নেয়ায় শিরিন বিয়ের পর থেকে তার বাবার বাড়িতে থাকত। গত কয়েক মাস ধরে একাধিকবার মহিনদের বাড়ি সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাড়িতে গেলে মহিনের বাবা-মা তাদের মারধর করে বের করে দিতো। এর সূত্র ধরে শুক্রবার বিকালে মহিন ও শিরিন আবার ধন্যপুর গেলে মহিনের বাবা সামছুল হকসহ পরিবারের লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেন।

নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার মহিনদের বাড়ি থেকে আসার পর রাত ৯টার দিকে মহিন ও শিরিন তাদের ঘরের ছাদে যায়। কিছুক্ষণ পর মহিন শিরিনের বাবা দ্বীন মোহাম্মদের মোবাইলে কল দিয়ে জানায় শিরিন ছাদের উপর ছটফট করে মরে যাচ্ছে। পরে তারা ছাদে গিয়ে অচেতন অবস্থায় শিরিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাদে শিরিনকে একা পেয়ে মহিন জোরপূর্বক ইদুরের বিষ শিরিনের মুখে দিয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ তাদের।

নিহতের ভাই জানায়, বিয়ের পর থেকে তার বোন শিরিন আক্তারকে স্বামী ও শশুরবাড়ীর লোকজন মানসিক ও শারিরিক নির্যাতন করতো। ঘটনার দিন স্বামী মহিন ছাদে ডেকে বিষ খাইয়ে পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শিরিনের স্বামী তার মুখে ইদুরের বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনার পর থেকে মহিন পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইয়াকুব আল মাহমুদ
০১৮৩৫৩৪৩৪৩২
Collected